গল্পে গল্পে এষ্টিমেট শেখা পর্ব ২

গল্পে গল্পে এস্টিমেট শেখা ( পর্ব ২)


কামাল নতুন চাকরি তে জয়েন করেছে৷ কোন  সমস্যায় পড়লে সে তার পরিচিত এক বড়ভাই কে ফোন করে পরামর্শ করে৷

সমস্যা  ২

ভাই আবার বিপদে পড়ছি৷

RFT, SFT, CFT কি এগুলা জীবনে তো নামই শুনি নাই!!! 🥺🥺🥺🥺

শোন চাকরি জীবনে এমন বহুতকিছু এখন শুনবি যা বাপের জন্মে কেন দাদার জন্মেও কোনদিন শুনিস নাই৷ তবুও এগুলো শুনতে হবে৷ এসব নিয়ে কাজও করতে হবে৷

ভাই আপনি আমার গুরু, এখন কি করবো সেটা বলেন৷
চোখে তো শর্ষে ফুল দেখছি৷ মাথা হ্যাং হয়ে আছে৷

এতো অল্প তে মাথা হ্যাং করলে চলবে না৷
বেশী বেশী পড়াশোনা করে হ্যাং মাথাকে সুপার ফাস্ট করতে হবে৷

আচ্ছা বলতো এক বছরে কয় মাস?

ভাই কি মজা করছেন?

না, যেটা বলছি সেটা বল৷

এটা তো সবাই জানে এক বছরে বারো মাস৷

গুড, যেমন এক বছরে বারো মাস তেমনি বারো ইঞ্চিতে এক ফিট৷

এই ফিটরা হলো তিন ভাই৷
বড় ভাই = দৈর্ঘ
মেঝ ভাই = প্রস্থ
ছোট ভাই = উচ্চতা

যখন বড় ভাই একা কাজে যায়,  মানে শুধু দৈর্ঘ একা থাকে, তখন একে RFT ডাকা হয়৷ এখানে শুধুমাত্র দৈর্ঘ্য কে পরিমাপ করা হয়৷
ধর বড় ভাই ফিট, পাইপের কাজ করতে গেছে তখন তাকে RFT বা রানিং ফিট বলা হবে৷
1 (দৈর্ঘ্য) Feet = 1 RFT

যখন বড় আর মেঝ একসাথে কাজে যায়৷ তখন এদের দুইভাইকে একসাথ
SFT বা স্কয়ার ফিট  বলা হয়৷ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই হিসাব করা হয়৷
যেমন ধর কোন জমি বা ছাদ মাপের কাজে এরা দুই ভাই সবসময়ই একসাথে যায়৷
1 ( দৈর্ঘ্য) Feet × 1(প্রস্থ)  Feet = 1 SFT

আবার যখন এরা তিন ভাই একসাথে কাজে যায়৷ তখন এদের তিন ভাইকে একসাথে  CFT বা কিউবিক ফিট বলে৷
ধর একটা বাক্স যার দৈর্ঘ,  প্রস্থ, উচ্চতা সবই আছে বা ছাদের ঢালাই হিসাব.  CFT তে করা হয়৷

1 ( দৈর্ঘ্য) Feet × 1(প্রস্থ)  Feet × 1 ( উচ্চতা)  = 1 CFT

বড় ভাই দৈর্ঘ্যের বংশ নিয়ে আরেকদিন বলবো৷ এরাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ৷

আপাতত এগুলো মাথার মধ্যে সেভ করে রাখ৷

পর্ব ১