গল্পে গল্পে এস্টিমেট শেখা পর্ব ১

কামাল নতুন চাকরি তে জয়েন করেছে৷ কোন  সমস্যায় পড়লে সে তার পরিচিত এক বড়ভাই কে ফোন করে পরামর্শ করে৷

সমস্যা ১

ভাই প্রতি স্কয়ার ফিট তিন ইঞ্চি গাথুনি আর সোলিং এ কতটা ইট লাগবে?

শোন যত ইঞ্চি গাথুনি তত দিয়ে গুন করবি৷

সরি ভাই বুঝলাম না৷

৩" গাথুনি হলে প্রতি স্কয়ার ফিটে ৩টা
৫" গাথুনি হলে প্রতি স্কয়ার ফিটে ৫টা
১০" গাথুনি হলে প্রতি স্কয়ার ফিটে ১০টা

আর সোলিং হল ৩" গাথুনির শোয়ানো অবস্থা ৷ গাথুনি দাঁড়িয়ে থাকলে ৩" গাথুনি৷ আর শুয়ে পড়লে মানে বিছিয়ে দিলে সোলিং ৷
বুঝছিস?

জ্বী ভাই তবে হিসাবটা ঠিক বুঝলাম না৷

চোখ বন্ধ কর৷ চিন্তা কর তোর সামনে একটা ৩" ওয়াল আছে৷ এখন বল তুই ঐ ওয়ালে ইটের কোন কোন সাইড দেখতে পারছিস?

লম্বা ১০" আর চওড়া ৫" এই দুইটা দেখা যাচ্ছে৷

১০ আর ৫ তাই তো?

হুম

১০ কে ৫ দিয়ে গুন করলে কত হয়?

৫০

একস্কয়ার ফিট মানে কি? ১২ গুন ১২ ইঞ্চি মানে
১৪৪

১৪৪ কে ৫০ দিয়ে ভাগ করলে কত হয়?

২.৮৮ বা তিনটা৷

পাচ ইঞ্চি ওয়ালের কোন কেন সাইড দেখা যায়?
১০ আর ৩ ইঞ্চির সাইড
১০ গুন ৩ = ৩০

১৪৪ কে ৩০ দিয়ে ভাগ করলে কত হয়?

৪.৮ বা পাঁচ টা৷

১০" ওয়াল মানে ধরে নিবি পাশাপাশি দুইটা ৫ " ওয়াল৷
অর্থাৎ এখানে ইট লাগবে ৫ গুন ২ =
১০টা
 আর শোন এই হিসাব করার সময় মসলা সহ ইটের মাপ ধরবি