গল্পে গল্পে এস্টিমেট শেখা ( পর্ব ৩ )




কামাল নতুন চাকরি তে জয়েন করেছে৷ কোন  সমস্যায় পড়লে সে তার পরিচিত এক বড়ভাই কে ফোন করে পরামর্শ করে৷

সমস্যা  ৩

ভাই  কালকে সাইট ভিজিটে গিয়েছিলাম৷
সাইটের মিস্ত্রিরা তো বেশ বিচ্ছু,  উল্টাপাল্টা প্রশ্ন করে মাথা নষ্ট করে দিয়েছে৷

তোকে আগে অনেকবার বলেছি৷ চাকরিতে ঢোকার আগে মাঝে মধ্যে বিভিন্ন সাইটে ঘোরাঘুরি কর৷ লজ্জায় বা আলসেমি করে যাস নি৷ এখন তো ঠেকে ঠেকেই শিখতে হবে৷ সুযোগ পেলে আর সুযোগ দিলে  অনেকেই বিটলামি করবে৷
এখন বল কি প্রশ্ন করেছিলো?

এক বুড়া টাইপের মিস্ত্রি এসে বলে স্যার কলামে ফাইভ এইট রড কয়টা?
আর কলামের টাই,  ওদের ভাষায় কলামের রিং এ কি থ্রি এইড রড দেয়া?
ছাদের কত সুতা রড?

প্রশ্ন শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেলো৷ উত্তর কি দেবো?
সারা ড্রয়িং এ গরু খোজা খুঁজেও ঐ বুড়ো মিস্ত্রির প্রশ্নের উত্তর দিতে পারলাম না৷ সুতা!!! ফাইভ এইট!!!  প্রশ্নগুলো মাথার মধ্যে ট্রাফিক জ্যামের মত প্রশ্নজ্যাম বাধিয়ে দিয়েছে৷

ও আচ্ছা এই ব্যাপার৷ ঠিকমতো ট্রাফিক সিগনাল না  মানলে জ্যাম তো লাগবেই৷

শোন সুতা হলো পরিমাপের একটা একক৷ তোরা বইতে মিটার মিলিমিটার এগুলো তো পড়েছিস৷ সুতাও তেমন একটা পরিমাপ একক৷
কোথা থেকে আসলো এই সুতা?
আগের দিন বলেছিলাম না দৈর্ঘ্য এর গুস্টি অনেক বড়৷ এই সুতা কিন্তু তার বংশের একজন৷
 ফিটের ছেলেমেয়ে ১২টা,  প্রত্যেকের নাম ইঞ্চি ৷ আবার  ইঞ্চির ছেলেমেয়ে ৮টা এদের নাম সুতা৷

ধর এক ফিটকে কোপা সামসুর কাছে নেয়া হোলো ৷
সামসু এক ফিটকে সমান বারো টুকরা করলে প্রতিটি টুকরা হবে এক ইঞ্চি৷ আর সেই এক ইঞ্চি কে সমান আট টুকরা করলে প্রতিটি টুকরা হবে এক সুতা৷

এখন এগুলো গনিতের ভাষায় কেমন হবে?
বা তোর সেই বুড়ো মিস্ত্রির উত্তর তুই কিভাবে দিবি?

তুই অবশ্যই জানিস ( না জানলে এখন জেনে নে)
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার

এখন ১ ইঞ্চি কে মানে ২৫.৪ মিলিমিটার কে ৮ দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সুতা, ওটাই আমাদের দরকার৷

২৫.৪÷৮= ৩.১৭৫  মিলিমিটার

তাহলে ১ সুতা = ৩.১৭৫ মিলিমিটার৷

5/8 মানে পাঁচ সুতা  রড৷
5×3.175= 15.87  বা 16 মিলিমিটার রড৷

একই ভাবে 3/8 মানে 10 মিলিমিটার রড৷

তোর বিল্ডিং এর ছাদে 3 এবং 4 সুতা মানে 10 এবং 12 মিলিমিটার রড ব্যাবহার করা হয়েছে৷

ড্রয়িং এ সুতা না থাকলেও মিলিমিটার অবশ্যই উল্লেখ করা আছে৷

এখন মাথার জ্যাম ছেড়েছে?

হ্যাঁ জ্যাম ছাড়িয়ে মাথা এখন ফুল স্পিডে আছে৷

মাঝেমধ্যে ট্রফিক সিগনাল, আর কিভাবে চললে জ্যামে পড়তে হবে না৷ এটা শিখে নিবি তাহলে জ্যামে পড়ে ঘেমে যেতে হবে না৷



 গল্পে গল্পে এস্টিমেট শেখা ( পর্ব ১ )

গল্পে গল্পে এস্টিমেট শেখা ( পর্ব ২ )