Thanks

SANJOY KUMAR

Welcome to our website.
আমাদের ভুবনে স্বাগতম ৷

চাকুরিতে অভিজ্ঞতার বিড়ম্বনা, আর না । ( পর্ব ২)


যারা পলিটেকনিক এ পড়ছো,  পাশ করেই চাকরি করার ইচ্ছা আছে তাদের জন্য অনেকদিন আগে একটা লেখা দিয়েছিলাম ৷
লেখার লিংক নিচে দিয়ে দিয়েছি৷
ব্যাপারটা বেশীরভাগই গুরুত্ব দেয় নি৷ এরাই কিছুদিন পর পাশ করে বের হবে, চাকরি না পেয়ে ফেসবুকে পোস্ট করবে আজ মামা চাচা নেই বলে !!!!
এসব সস্তা আবেগ ফেসবুকে বসে দেখানো খুব সহজ  কাজ। কোন কোম্পানি তোমাকে এই কাজের জন্য মাসে মাসে  বেতন দিবে না ৷ চাকরি পেতে হলে নিজের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে৷
তাহলে ভাই দক্ষতা অভিজ্ঞতা কোথায় পাবো ?
চাকরি না পেলে করলে অভিজ্ঞতা কিভাবে হবে?
আমি তো ফ্রেস আমি কি করবো ?
ভাই পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষ টা হচ্ছে একজন বেকার মানুষ৷ কেউ তাকে দুই পয়সার দাম দেয় না৷ বেকার অবস্থায় একজন অভিজ্ঞ লোকও সঠিক মূল্যায়ন পায় না৷ অবশ্য বুদ্ধিমান মানুষরা কখনোই বেকার থাকে না ৷
আমি আগের লেখায় বলেছি৷ ইচ্ছা থাকলে কিভাবে অভিজ্ঞতা পাশ করার আগেই অর্জন করা যায়৷ অভিজ্ঞতা অর্জন পরিশ্রমী মানুষদের কাছে একটা চ্যালেঞ্জ এর মত৷  আর অলসদের জন্য এটা শুধুই স্বপ্ন৷
চাকরি ক্ষেত্রে আমরা সবাই কি চাই ?
ভালো নামকরা একটা প্রতিষ্ঠান৷ ভালো বেতন৷ চমৎকার একটা অফিস৷ নিজস্ব  একটা চেম্বার৷ গাড়ি,  এসি, আরও অনেক   সুযোগ সুবিধা৷
এগুলো সব কি কোম্পানি এমনিতেই আমাকে দেবে?
দিলেও কেনো দিবে?
এগুলোর বিনিময়ে আমাকে কি দিতে হবে?
প্রথমেই বুঝতে হবে৷  প্রতিটি কোম্পানি  একটা ব্যাবসা প্রতিষ্ঠান৷ সেই ব্যাবসা প্রতিষ্ঠান চলে কিভাবে ?  তারা কিছু একটা তৈরী করে বা কোন সেবা প্রদান করে যা টাকায় পরিমাপ যোগ্য৷ তাদের কে কোনকিছু মার্কেটে বিক্রি করতে হয় ৷
কোম্পানির বিক্রি বেড়ে গেলে কোম্পানির আয় বাড়বে৷ কোম্পানি আরও বড় হবে৷ কোম্পানির কর্মকর্তা,  কর্মচারীদের বেতন বাড়বে৷
আর উল্টো টা হলে?  কোম্পানির বিক্রি কমে গেলে ব্যাসসায় লস হলে, কি হবে?  কোম্পানি ছোট হবে৷ কর্মী ছাটাই হবে ৷
আমরা সবাই যদি শুধুই ডেক্স জব খুজি৷ তাহলে মাঠ পর্যায়ে,  মার্কেটিংএ  মেধা সম্পন্ন যোগ্য লোক না আসে তাহলে কোম্পানি গুলোর কি অবস্থা হবে?
আমি বলছি না৷ সরাসরি প্রডাকশন বা মার্কেটিং ছাড়া কোম্পানির অন্য ডিপার্টমেন্ট গুলির কোন কাজ নেই ৷ অবশ্যই আছে ৷ তবে প্রডাকশন আর মার্কেটিং একটা কোম্পানির মূল প্রাণ৷ এরা থাকলে বাকিদের দাম আছে, না থাকলে কারও দাম নেই৷
আমি আর আমাদের একজন বড়ভাই একটা প্লান করেছিলাম৷ আমাদের ছোট একটা কনসালট্যান্ট ফার্ম আছে৷ এখানে পলিটেকনিকে পড়ুয়া যে কেউ মার্কেটিং এবং সুপারভিষন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে পারবে৷ পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি৷ সিভিল ইঞ্জিনিয়ার দের জন্য ফিল্ড এক্সপিরিয়েন্সের মূল্য  অপরিহার্য, এটা ছাড়া পরিপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ার হওয়া অসম্ভব৷
শুধুমাত্র বই পড়ে কেউ, সাঁতারকাটা, সাইকেল চালানো শেখেনি৷
দুঃখের বিষয় এই বিষয়ে তেমন কোন সাড়া না পাওয়ায় আমরা মোটামুটি ঐ প্রযেক্ট টা বন্ধ করে দেবো ভাবছি৷
এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি৷ ঐ প্রযেক্ট চালু হলে আমাদের কোম্পানির  কি কি লাভ হতো?  যারা আমাদের সাথে কাজ করতো তাদেরই বা কি লাভ হতো?
যারা আমাদের সাথে কাজ কাজ করতো তাদের লাভ
১) পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন৷
২) পাশ করে প্রায় সবাই যেখানে কম বেতনে ফ্রেসার হিসাবে জয়েন করবে,  সেখানে তুমি অভিজ্ঞ হিসাবে কয়েক ধাপ এগিয়ে থাকবে৷
এমনও রেকর্ড আছে একই সাথে পাশ করে কেউ তোমার বস হয়ে গেছে৷ কারন সে শুধু পড়াশোনা করেনি পড়াশোনার সাথে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য পরিশ্রম করেছে৷
৩) তুমি সিভিতে একটা প্রফেশনাল রেফারেন্স ইউস করার সুযোগ পাবে৷ চাকরি ক্ষেত্রে প্রফেশনাল রেফারেন্সের গুরুত্ব অনেক বেশী
৪) কিভাবে বইয়ের জ্ঞান কে বাস্তবমুখী এবং কর্মমুখী করা যায় সেটা নিজেই বুঝবে
৫) বাস্তবে কাজের সাথে যুক্ত থাকায় তোমার প্রফেশনাল নেটওয়ার্ক টা অনেক শক্তিশালী হবে৷ যা পরবর্তীতে তোমাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখবে৷
৬) একটা কার্যকর অভিজ্ঞতার সনদপত্র৷ (অনেকে ফেইক সনদপত্র ব্যাবহার করে যা মোটেও ঠিক নয়৷
আমাদের কোম্পানির লাভ
১) সবচেয়ে বড় লাভ মানসিক শান্তি৷ আমরা সবাই জানি পাশ করে চাকরি না পাওয়া, অভিজ্ঞতা নেই, কি করবো,  কার কাছে যাবো,  প্রতিবেশীদের কথা শোনা এগুলোর মত কষ্ট পৃথিবীতে আর একটাও নেই৷
আমাদের ছোট ভাইদের যেন এমন সমস্যায় পড়তে না হয়৷ এটাই আমাদের মূল উদ্দেশ্য
২) বাংলাদেশের যেসব স্থানের ছাত্র রা আমাদের সাথে কাজ করবে সেই এলাকায় আমরা প্রযেক্ট শুরু করবো৷ এতে আমাদের কোম্পানির যেমন প্রচার হবে৷ তেমনি সে স্থানীয় হিসাবে ঐ প্রযেক্টের দায়িত্ব পালন করবে৷
আমাদের দেখাদেখি অন্য কোম্পানি ছাত্রদের কাজ করার সুযোগ করে দিবে ৷
কাজ শেখো, দক্ষ হও,  এগিয়ে যাও৷
এতবড় লেখা পড়ার জন্য ধন্যবাদ সবাইকে৷

এই বিষয়ে আমার ১ম লেখাটি এখানে
আমাদের সাথে কাজ করতে চাইলে এখনই এই ফরমটি পূরণ করে সাবমিট করো৷
https://goo.gl/forms/d2PbvwqUpAUnwFOa2




Featured Post

কাস্টিং কাজে সিমেন্ট ব্যবহার

প্রস্তাবনা: কাস্টিং একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তা প্রায় সমস্ত মন্দির, ইমারত, সেতু, ব্রিজ, রাস্তা নির্মাণে ব্যবহ...

Powered by Blogger.