সুপারভিশন এর গুরুত্ব ১

সুপারভিশন জিনিসটা আসলে কি? 

সহজভাবে বলতে গেলে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা, 

অভিজ্ঞ চোখের সুক্ষ পর্যবেক্ষণ।


কেন করাবেন সুপারভিশন?

সাধারণ দৃষ্টিতে আপনার কাছে যে জিনিসটা স্বাভাবিক মনে হবে, ইঞ্জিনিয়ারিং দৃষ্টিতে সেটা সম্পূর্ণ সঠিক না ও হতে পারে।

আপনি ডিজাইন ড্রয়িং করিয়েছেন অনেকটাকা খরচ করে, সঠিক সুপারভিশন না থাকলে সেই ড্রয়িং ডিজাইন এর কোন মূল্য থাকবেনা। 


কাকে দিয়ে করাবেন সুপারভিশন?

আপনার কনসালটেন্ট এর সাথে যোগাযোগ করলে তারাই একজন ইঞ্জিনিয়ার আপনার সাইটে পাঠিয়ে দিবেন। 

অথবা

নূন্যতম সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা / বিএসসি করা, এবং কম পক্ষে ২-৩ বছরের সাইট ভিজিট এর অভিজ্ঞতা আছে এমন কাউকে দিয়ে করাতে পারেন। 


সুপারভিশন করাতে কেমন খরচ?

এটা আসলে সেইভাবে বলা সম্ভব না। অনেক কনসালটেন্ট সুপারভিশন সহ প্যাকেজ করেন, অর্থাৎ তার প্রতিষ্ঠান থেকে ড্রয়িং ডিজাইন করলে সুপারভিশন তিনি করে দিবেন এর জন্য তাকে বাড়তি কোন টাকা দিতে হবে না। 

এমন প্যাকেজ হলে আপনি তার কাছ থেকে শিওর হয়ে নিবেন কতবার এবং কি কি কাজের সময় তিনি সাইট ভিজিট করাবেন।


আপনি ব্যাক্তিগত ভাবে কোন ইঞ্জিনিয়ার কে সাইট ভিজিট করালে তার ভিজিটিং চার্জ সম্পর্কে আগে কথা বলে নিবেন। 

সাধারণত ১০০০-৫০০০ এর মধ্যে হয়ে যাবে।


অযথা এতোগুলা টাকা নষ্ট করবো কেন? 

একদমই অযথা নয়, বরং এই সামান্য কিছু টাকা আপনার লাখ টাকা সেভ করবে৷


কিভাবে একটু উদাহরণ দিয়ে বোঝান? 

আচ্ছা একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই, এরপর আপনি বিবেচনা করুন লাভ ক্ষতির ব্যাপারটা। 

আমার একজন ক্লাইন্ট ৪ তলা বিল্ডিং করবেন, সয়েলটেষ্ট তিনি কোনভাবেই করতে রাজি নন, ওনাকে অফিসে নিয়ে বারবার অনেক ভালোভাবে বোঝানোর পর তিনি রাজি হলেন।


একদিন সকালে উনি ফোন দিয়ে বললেন, 

ইঞ্জিনিয়ার সাহেব আপনার কথামত সয়েলটেষ্ট করিয়েই ফেললাম। 


আমি বললাম খুব ভালে সিদ্ধান্ত, সয়েলটেষ্ট করানোর আগে আপনাকে ফোন দিতে বলছিলাম। 


সেইজন্যই তো ফোন দিয়েছি, সাইটে কাজ চলছে। 


ঘটনাক্রমে আমি তখন ওনার সাইটের পাশেই ছিলাম,

সাইটে গিয়ে দেখি সয়েলটেষ্ট চলছে, মালিক পক্ষের তেমন কেউ নেই! 

ওনারা ইচ্ছেমতো বোরিং করছেন !!!


সব কাজের আসলে কিছু বিধিবদ্ধ নিয়ম থাকে তার বাইরে সেই কাজ করলে, সেখান থেকে ভালোর বদলে খারাপ ফলাফল আসে।


সয়েলটেস্ট করার সময় নিয়মমত বোরিং না করলে, আপনার ভালো মাটিতেও পাইল আসতে পারে, তখন ফাউন্ডেশন কস্ট কতটা বাড়বে সেটা আপনি কল্পনা করতে পারবেন না৷ একটা সিটু পাইল করার খরচ ৫০,০০০ এর কম নয়৷ 

এখন আপনার যদি ৪০ টা পাইল করা লাগে তার খরচ ২০ লাখ টাকা।


তাছাড়া নিয়ম অনুযায়ী সয়েলটেষ্ট না করালে সেটা দেখে বিল্ডিং এর ডিজাইন করলে সেটাও ঝুঁকিপূর্ণ হবে৷ 


এখন হিসাব করুন ( ১ হাজার টাকা) ২০,০০০০০ টাকা। 


আপনারা আগ্রহী হলে সুপারভিশন বিষয়ে আরও লেখা আসবে।


ধন্যবাদ সবাইকে।