Thanks

SANJOY KUMAR

Welcome to our website.
আমাদের ভুবনে স্বাগতম ৷

মেজারমেন্ট বুক বা M.B কি ? (With Download Link)


কেমন আছেন সবাই? 

আজকে আমরা জানবো মেজারমেন্ট বুক সম্পর্কে৷ 
তবে চলুন শুরু করি৷ 

মাপ বহি৷ বা মেজারমেন্ট বুক কে সংক্ষেপে M.B বলা হয়৷ এটি অতি গুরুত্বপূর্ণ হিসাব রেকর্ড৷ মঞ্জুরকৃত প্রাক্কলনের সাথে সংশ্লিষ্ট সকল সম্পাদিত কাজ ও সরবরাহের পরিমাণ এতে লিপিবদ্ধ করা হয়৷ সঠিকভাবে পরিমাপ নিয়ে শাখা অফিসার কালি দিয়ে এটা মাপ বহিতে লিপিবদ্ধ করে৷ মাপ বহিতে অবিচ্ছিন্ন লিখন লিপিবদ্ধ করা হয়, এবং কোন পাতা খালি বা ছেঁড়া চলবে না৷ প্রতি সেট পরিমাপ শেষে " আমি পরিমাপ নিয়েছি " এই মর্মে প্রত্যায়ন করে তারিখসহ সাক্ষর করতে হয়৷ মাপ বহিতে কোন লেখা ভুল হলে এটা ক্রসচিহ্ন দ্বারা কেটে অনুসাক্ষর করতে হয়৷ 

মাপ বহি হারানো অতি গুরুতর বিষয়৷ এটা অবশ্যই উর্ধতন কর্তৃপক্ষ কে জানতে হবে৷ প্রধান প্রকৌশলী এবিষয়ে বিস্তারিত অনুসন্ধানের পর সিদ্ধান্ত দিবেন৷ 

আপনাদের বোঝার সুবিধার জন্য একটা MB এর নমুনা নিচে দিয়ে দিলাম৷ 
লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন৷ 

ধন্যবাদ সবাইকে৷ 

M.B
মেজারমেন্ট বুক ৷ 

Featured Post

কাস্টিং কাজে সিমেন্ট ব্যবহার

প্রস্তাবনা: কাস্টিং একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তা প্রায় সমস্ত মন্দির, ইমারত, সেতু, ব্রিজ, রাস্তা নির্মাণে ব্যবহ...

Powered by Blogger.